রতন সিং, দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজন এবং বীরগঞ্জ উপজেলায় বিদ্যুস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে। বৃহস্পতিবার ভোরে বোচাগঞ্জ উপজেলার খালপাড়া গ্রামের সোলায়মান আলী (৬০) ও মনিপুর গ্রামের বাবলু (৪৫) জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। দুজনকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুরে তাদের মৃত্যু হয়।
সকালে বীরগঞ্জ উপজেলা ভোগনগর ইউনিয়নের মহুগাঁও গ্রামের কাঞ্চন রায়ের পুত্র গোপাল রায় (১৮) জেনারেটরে সংযোগ দেয়ার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।