দেড়শ রকমের খাবার বানানো শিখলেন শেরপুরের ৪০ নারী

প্রতিনিধি, শেরপুর: দক্ষতা সৃষ্টির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে শেরপুরে জাতীয় মহিলা সংস্থার বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ কর্মসূচির আওতায় খাদ্য প্রক্রিয়াজাত বিষয়ে চার মাসের প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা মহিলা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত কোর্স সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।

food processing training for women in Sherpur
নতুন প্রশিক্ষণ নেয়া নারীদের বানানো খাবার দেখছেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে জামালপুর মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মোবারক হোসেন, শেরপুর খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোর্সের প্রশিক্ষক লাইলী বিনতে আলী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষক লাইলী বিনতে আলী জানান, প্রশিক্ষণে ৪০ জন নারীকে ১৫০ খাবার তৈরির ওপর নিবিড় প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষিতরা সমাপনী অনুষ্ঠানে মুরগির রোস্ট, কাচ্চি বিরিয়ানিসহ ৫০ রকমের পিঠা পরিবেশন করেন।