প্রতিনিধি, শেরপুর: স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নারী জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে এলেও সুনির্দিষ্ট দায়িত্ব পালনের বিধান না থাকা এবং তাদেরকে মূল্যায়ন না করায় তারা যথাযথ ভূমিকা রাখতে পারছেন না। এমনকি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিও তারা পূরণ করতে পারছেন না। এজন্য নারী সদস্যদের দায়িত্ব ও কার্যাবলি আইনের মাধ্যমে সুনির্দিষ্ট করা, একের তিন অংশ উন্নয়ন প্রকল্প নারী জনপ্রতিনিধিদের প্রদানে আইনি বাধ্যবাধকতা থাকা এবং স্ট্যান্ডিং কমিটিগুলোতে অন্তত অর্ধেক নারী সদস্য রাখার বিধান করার দাবি জানিয়েছেন নারী জনপ্রতিনিধিরা।
শেরপুরে নারী জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন ও সীমাবদ্ধতা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের স্লোগান নিয়ে গঠিত ‘শেরপুর নারী উন্নয়ন ফোরাম’ বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট ও এসডিসির সহায়তায় বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়েজন করে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও ভাতশালা ইউপি ভাইস চেয়ারম্যান হাসনা হেনা খানম। অন্যান্যের মধ্যে সভাপতি শামীম আরা শামীমা, আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নূরজাহান বেগম, ধলা ইউপি মেম্বার রোখসানা পারভীন শিল্পী, চরশেরপুর ইউপি মেম্বার শাহানাজ পারভীন মেরী, বলাইরচর ইউপি মেম্বার নাদিরা শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।