আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ডিবি সেজে সার ব্যবসায়ী আনোয়ার হোসেনকে অপহরণের সময় গ্রেফতার চার অপহররণকারীকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল কোর্টে পাঠিয়ৈ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়েছে।
মধুপুর থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ডিবি পরিচয়ধারী চার অপহরণকারী আন্তঃজেলা ডাকাত দল ও অপহরণ চক্রের সদস্য। তারা একেক সময় একেক জায়গায় প্রশাসনের নাম ভাঙিয়ে বিভিন্ন পরিচয়ে অপরাধ করে থাকে। এ ঘটনায় জড়িত পলাতক তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সার ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে ৬ লাখ ১৫ হাজার টাকাসহ অপহরণ করে মাইক্রোবাসযোগে পালিয়ে যাওয়ার সময় মধুপুর থানার পুলিশ জনতার সহায়তায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বন এলাকার টেলকী জলই থেকে চার অপহরণকারীকে আটক করে।