প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত (২০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদের উত্তর পাশের মানিকহার এলাকায় মধুমতি নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, নদীতে ওই যুবকের ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।