মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): রাষ্ট্র ব্যবস্থার গলদের কারণে আদিবাসী রাখাইনরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। রাখাইনদের বিরুদ্ধে অপরাধ করেও দুর্বৃত্তরা অনায়াসে পার পেয়ে যাচ্ছে। সবাই মিলে কাজ করে এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।
বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে “বরিশালের রাখাইনদের ভূমিসম্পদে অধিকার: বর্তমান প্রেক্ষিত ও করণীয়” শীর্ষক আলোচনা সভায় আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের অন্যতম সদস্য ও পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাখাইন যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এদেশে জমি কম মানুষ বেশি। মানবসম্পদ আমাদের জন্য অভিশাপ নয়। তাদের দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে।
কারিতাস বরিশাল অঞ্চলের আইসিডিপি রাখাইন প্রকল্প’র আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন কারিতাসের অাঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ,পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান, বাংলাদেশ আদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, নির্বাহী পরিচালক আই ই ডি নুমান আহম্মেদ খান, নাসির তালুকদার, টেনেন্ট মং, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, রাখাইন সম্প্রদায়ের নেতা মংতেনথান, চোথেন তালুকদারসহ অন্যরা।
সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিপি’র সমন্বয়কারী মেইন থিন প্রমিলা। সভায় স্থানীয় রাখাইন নেতৃবৃন্দ তাদের ভূমি দখলদারিত্বের বিষয় বহু অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ করেন তাদের বাড়িঘর থেকে শ্মশান পর্যন্ত এখন নিরাপদ নয়। দখলদারিত্বের কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এর আগে সকালে আদিবাসী বিষয়ক সংসদীয় কাকাস ও পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার এমপির নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল কুয়াকাটা পৌর এলাকার পঞ্চায়েত পাড়ার দেবালয় সম্পত্তি, কুয়াকাটা রাখাইন কলাচানপাড়ার রাখাইনদের দখলকৃত শশ্মান ও পুকুর পরিদর্শন করেন।