শিশুকে বউ করতে এসে বর শ্রীঘরে

আজিজুল ইসলাম,  মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। আর বিয়ে করতে এসে বরের ঠাঁই হয়েছে শ্রীঘরে।

আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চরখয়া গ্রামের বেলায়েত হোসেন গাজীর ছেলে মো. কবির হোসেন (৩৯) রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামে ওই ছাত্রীকে বিয়ে করতে আসেন। কনে খলাগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বিয়ের আয়োজন হওয়ার এক পর্যায়ে মেয়েটি বিয়েতে অসম্মতি প্রকাশ করলে মেয়ের মাও অস্বীকৃতি জানান। এসময় বর কবির হোসেন বিষ খেয়ে আত্মহত্যা করার হুমকি দেয়। পরে বৃহস্পতিবার রাতে বিয়ে পড়ানোর জন্য স্থানীয় মাওলানাকে নিয়ে গেলে তিনি বিয়ের বয়স হয়নি দেখে বিয়ে পড়াতে রাজি হনিন।

বিষয়টি উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ জানার পর পুলিশের মাধ্যমে বরকে আটক করা হয়। বিকেলে বর ও ওই ছাত্রীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে রাজনগর থানা পুলিশের মাধ্যমে জেলে পাঠানো হয়।