২৫ কৃতি শিক্ষার্থীকে শেরপুর চেম্বারের সংবর্ধনা

প্রতিনিধি, শেরপুর: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। সংবর্ধিতরা সবাই চেম্বারের সদস্য ব্যবসায়ীদের সন্তান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. আসাদুজ্জামান রওশন। অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু , পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, শেরপুর ক্লাবের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শহর আওয়ামী লীগ সভাপতি প্রকাশ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।