কচু আর ধান রুয়ে শেরপুরে সড়ক সংস্কারের দাবি

এম. সুরুজ্জামান, শেরপুর: শেরপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ শেরপুর-নালিতাবাড়ী উপজেলা সড়কের নারায়ণপুরস্থ ইদ্রিসীয়া মাদ্রাসার সামনে খানা-খন্দকে ভরপুর সড়কে কচুগাছ ও ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

symbolic protest to rennovate road in sherpurএ সড়কটি দীর্ঘদিন থেকে চলাচল অযোগ্য হয়ে পড়লেও কর্তৃপক্ষ সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। প্রতিবাদে শানিবার স্থানীয় লোকজন রাস্তায় ধান ও কচুগাছ লাগিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা রাস্তার উপর যান চলাচলের বদলে চাষাবাদ করে তারা প্রতিকী প্রতিবাদ জানায়। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে।