এম. সুরুজ্জামান, শেরপুর: শেরপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ শেরপুর-নালিতাবাড়ী উপজেলা সড়কের নারায়ণপুরস্থ ইদ্রিসীয়া মাদ্রাসার সামনে খানা-খন্দকে ভরপুর সড়কে কচুগাছ ও ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
এ সড়কটি দীর্ঘদিন থেকে চলাচল অযোগ্য হয়ে পড়লেও কর্তৃপক্ষ সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। প্রতিবাদে শানিবার স্থানীয় লোকজন রাস্তায় ধান ও কচুগাছ লাগিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা রাস্তার উপর যান চলাচলের বদলে চাষাবাদ করে তারা প্রতিকী প্রতিবাদ জানায়। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে।