এম. মিরাজ হোসাইন, বরিশাল: উজিরপুর উপজেলার শোলক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসান সরদার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসান ওই গ্রামের জব্বার সরদারের ছেলে।
শনিবার সকাল ৭টায় বিদ্যুৎস্পৃষ্ট হবার পর তাকে নিকটবর্তী অশোকাঠি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. নূরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘরের পাশ দিয়ে নেয়া সাইডলাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়। ছেড়া তার হাত দিয়ে ধরলে হাসান গুরুতর আহত হয়। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। ওসি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হলেও কারো অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।