খুলনায় গুমবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

প্রতিনিধি, খুলনা: গুম একটি মানবতাবিরোধী অপরাধ। আন্তর্জাতিক আইনেও এটিকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। অথচ দেশে গুম ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এর শিকার হচ্ছেন। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাসহ কোনো মানবাধিকার লঙ্ঘণ স্বাভাবিক ভাবে মেনে নেয়া যায় না।

রোববার গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার-এর খুলনা ইউনিট আয়োজিত গুমবিরোধী র‌্যালি ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। অধিকার খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

অধিকার-এর গুমবিরোধী মানববন্ধন।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় নগরীর ফুল মার্কেট মোড় থেকে র‌্যালি বের হয়ে পিকচার প্যালেস মোড় ঘুরে শহীদ হাদিস পার্কে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরো বলেন, দেশে ২০০৯ সাল থেকে গুমের ঘটনা ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৫ সালের ২৯ আগস্ট পর্যন্ত ২১২ জন গুমের শিকার হয়েছেন। মূলত ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর থেকে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গুমও বেড়ে গেছে।

কর্মসূচিতে বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, দৈনিক সময়ের খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান, সমাজকর্মী এস এম সোহরাব হোসেন, আলহাজ্ব শেখ নাজিমুদ্দিন আহম্মেদ, শেখ আব্দুল হালিম, শেখ আইনুল হক, হিউম্যান রাইটস ডিফেন্ডারস কেএম জিয়াউস সাদাত, মো. আলমগীর হোসেন চৌধুরী, এমএ আজিম, মো. জামাল হোসেন প্রমুখ।