মো. ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): মেঘনার জোয়ারের পানিতে ডুবে গেছে কমলনগরের বিস্তীর্ণ জনপদ। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। ডুবে আছে বীজতলা, আউশের ক্ষেত, রোপা আমন, রাস্তাঘাট, স্কুল ও মাদ্রাসা।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো সাহেবের হাট ইউনিয়নের চেয়ারম্যান কলোনি, চর জগবন্ধু, পাতাবুনিয়া, লুধুয়া, চর ফলকন ইউনিয়নের ফলকনের লুধুয়া অংশ, মাতাব্বরহাট, পাটওয়ারীহাট ইউনিয়নের পশ্চিম ফলকন, পূর্ব ফলকন ও মাণিকপুর, চর কালকিনি ইউনিয়নের মতিরহাট, চর কালকিনি গুচ্ছগ্রাম, হাজিগঞ্জ, কাদিরপন্ডিতেরহাটের পশ্চিম অংশ। গত তিনদিন ধরে এসব এলাকা ডুবে আছে।
সাহেবেরহাট ইউনিয়নের বিবি ছাহেরা ও মো: হারুন জানান, তিনদিন ধরে আগুন দেওয়ার জো নাই। ঘরের ভিতরের কোমর সমেত পানি, ঘরে খাবার নাই। কেউ আমাদের খোঁজ নিতে আসে নাই।
সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের জানান, বলতে গেলে আমার পুরো এলাকাই জোয়ারের পানিতে ডুবে আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সামসুন নাহার সুমি বলেন, আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। জেলা প্রশাসক মহোদয়কে পরিস্থিতি জানানো হয়েছে।