হায়েনাদের বিষদাঁত ভেঙে দিতে হবে, শেরপুরে শোকসভায় হুইপ আতিক

হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে যুবলীগ আয়োজিত শোকসভায় জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারী বিদেশে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্তদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানানো হয়েছে। সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অপরাধীদেরও সর্বোচ্চ সাজা দাবি করা হয়।

বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকী, ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুরে জেলা যুবলীগ রোববার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শোকসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

sherpur mourning day assembly
সভামঞ্চে নেতা-কর্মীদের সঙ্গে হুইপ।

হুইপ আতিক বলেন, একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জাতির জনকের নাম মুছে দিতে চেয়েছিলো। কিন্তু ঘাতকের স্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধুকে বাঙালিরা তাদের হৃদয়ে স্থান দিয়েছেন। একাত্তরের পরাজিত শক্তিকে দেশের শান্তিকামী জনতা বারবার পরাজিত করে প্রমাণ করেছে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করেই বাঙালি জাতিকে দমিয়ে রাখা যাবে না। বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে আমরা বাঙালি জাতি কলঙ্কমুক্ত হতে যাচ্ছি। কিন্তু সেইসব ঘাতক ও তাদের দোসররা বসে নেই। তারাও দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেইসব হায়েনাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

জেলা যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র নজরুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফখরুল মজিদ খোকন, প্রকাশ দত্ত, নাসরিন রহমান, বেগম শামসুন্নাহার কামাল, আনোয়ারুল হাসান উৎপল, ছাত্রলীগ নেতা জুনায়েদ নুরানী মনি, নাজমুল আলম সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন। শোকসভাটি শুরুর আগে শহরের বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা শোকর‌্যালি সহকারে অনুষ্ঠানস্থলে হাজির হয়।