হিলিতে পাটকলের মেশিনে জড়িয়ে নারী শ্রমিক নিহত

রতন সিং, দিনাজপুর: হিলিতে আরনু জুট মিলে মেশিনে মাথার কাপড় ও চুল প্যাঁচিয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোকলেসুর রহমান জানান, রোববার সকালে হিলি বাজারে কাজ করতে যায় বোয়ালদাড় গ্রামের আব্দুল খায়ের আলীর স্ত্রী বিউটি বেগম (৩৫)। কাজ করার সময়ে চলন্ত মেশিনের নিচে বস্তা টানতে গেলে মাথার কাপড় ও চুল মেশিনে প্যাঁচিয়ে তার শরীর পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই বিউটি মারা যান।

খবর পেয়ে জুট মিল সংলগ্ন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মেশিনের সুইচ বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে জুট মিলের কক্ষটি বন্ধ করে দেন এবং বিউটির লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে হাকিমপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিকেলে দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়না লাশ দাফন করা হয়।