খুলনায় মা ও শিশু কন্যার লাশ উদ্ধার

প্রতিনিধি, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া থেকে মা ও তার দেড় বছরের শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছে রেশমা বেগম (২২) এবং তার কন্যা মারিয়া।

সোমবার দুপুরের পর ডুমুরিয়া থানা পুলিশ চুকনগরের মঠবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মা-মেয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ এম. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দুপুরের দিকে মঠবাড়িয়া গ্রামের সিরাজ মোড়লের বাড়ি থেকে রেশমা বেগম এবং তার দেড় বছরের শিশু কন্যা মারিয়ার লাশ উদ্ধার করা হয়। ঘরের দরজা বন্ধ থাকায় তা ভেঙে ভেতরে যেতে হয়। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রেশমার স্বামী মাহবুবুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বছর তিনেক আগে সিরাজ মোড়লের ছেলে মাহবুবুর রহমানের সাথে হাসানপুর গ্রামের কালাম গাজীর মেয়ে রেশমা খাতুনের বিয়ে হয়। দেড় বছর আগে তাদের সন্তার মারিয়ার জন্ম হয়।