পদ হারালেন কমলনগর মহিলা আ. লীগের সুমী, সিদ্ধান্তকে বেআইনি দাবি

মো. ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): কমলনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার সুমীকে দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত ও শৃঙ্খলা ভঙের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। মহিলা আওয়ামী লীগের আরেক সদস্য দিনারা বেগম লিপি ওই পদে দায়িত্ব পেয়েছেন।

আজ সোমবার উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিহা সুলতানা বানীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সাজেদা আক্তার সুমী তার অব্যাহতিকে অবৈধ দাবি করে বলেছেন, উপজেলা কমিটির এরকম সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার নেই। সম্মেলনের মাধ্যমে একমাত্র জেলা কমিটিই অব্যাহতির সিদ্ধান্ত নিতে পারে।

সূত্র জানায় , ২০১২ সালের আগস্ট মাসে মহিলা আওয়ামী লীগের বর্তমান কমিটি অনুমোদিত হয়। সাজেদা আক্তার সুমী দলীয় কোনো কর্মকাণ্ডে উপস্থিত থাকেন না বলে অভিযোগ আসে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙের একাধিক অভিযোগও আসে। বিষয়টি নিয়ে ২০১৩ সালের অক্টোবরের ১০ তারিখে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে অব্যহতি দেওয়ার প্রস্তাব আসে। দুই বছর আগের সেই প্রস্তাবের সূত্র ধরেই সুমীকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দেওয়া হয়।

উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিহা সুলতানা বানী জানান, বাংলাদেশ আওয়ামী লীগ দুর্বল নেতৃত্ব দিয়ে চলে না। সংগঠনিক কাঠামোকে গতিশীল ও মজবুত করার জন্য গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।