প্রতিনিধি, খুলনা: স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষা এবং অর্থনৈতিক মুক্তির শপথের মধ্য দিয়ে খুলনায় উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের পর সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, মহানগর ও জেলা বিএনপির এবং সকল থানা কার্যালয়ে আলোচনা সভা, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের প্রতিষ্ঠাকালীন নেতাকর্মী ও আন্দোলন সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল।
সকাল সাড়ে ১০টায় মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বিএনপির প্রতিষ্ঠার উপর স্মৃতিচারণ করেন খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এমপি এম নুরুল ইসলাম দাদু ভাই। বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল আলম মনা। এতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর ও জেলা বিএনপি, থানা, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মহানগর ও জেলা বিএনপির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের গভীর সংকটময় মহূর্তে শহীদ জিয়া দেশের হাল ধরেছিলেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে ১৯ দফা কর্মসূূচি সামনে রেখে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন।
আলোচনা সভায় বক্তারা বর্তমান শাসকগোষ্ঠীর গণতন্ত্রহরণের তীব্র সমালোচনা করে বলেন, যে গণতন্ত্রে রাজনৈতিক দলসমূহ জনগণের কথা বলতে পারে না, দলীয় কার্যালয় থাকে অবরুদ্ধ, হাজার হাজার মামলা দিয়ে গণগ্রেফতার করে লাখো কর্মীদের অন্যায়ভাবে কারাগারে আটক করা হয়, আন্দোলন দমনে গুলি করে মানুষ হত্যা করা হয় তার নাম ‘হাসিনা গণতন্ত্র।’
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, সিটি মেয়র মনিরুজ্জামান মনি, এ্যাড. শফিকুল আলম মনা, সাহরুজ্জামান মোর্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, শেখ মুজিবর রহমান, গাজী আব্দুল বারি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, ফখরুল আলম, জলিল খান কালাম, খান আলী মুনসুর, সিরাজুল ইসলাম মেঝভাইসহ অন্যান্য নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলানার কয়রায় উপজেলায় বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সকালে দলীয় কার্যালয়ে পবিত্র কোরান তেলওয়াতের মাধ্যমে থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্সের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এ্যাড. আবদুর রশীদ, এ্যাড. মনজুর আলম নান্নু, শেখ হারুন-অর রশীদ, মনিরুজ্জামান মনি, নুরুল আমীন বাবুলসহ অন্যরা। আলোচনা শেষে বিশেষ মোনাজাত করা হয়।