বাল্যবিয়ে প্রতিরোধে শেরপুরে সোশ্যাল মিডিয়া সংলাপ

প্রতিনিধি, শেরপুর: বাল্যবিবাহ প্রতিরোধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুরে সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মন্ত্রী পরিষদ বিভাগ ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রজনীগন্ধ্যায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

social media dialogue to prevent child marriage
সোশ্যাল মিডিয়া সংলাপে শেরপুরের জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) মেয়র আনিসুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহা-পরিদর্শক (ডিআইজি) মো. নুরুজ্জামানসহ ঢাকা বিভাগের অধীন ১৭ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা।

শেরপুরের পক্ষে বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা । কনফারেন্সে মুখ্য সচিব বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ নিকাহ রেজিস্ট্রার, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিদের মতামত ও পরামর্শ শোনেন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ বিদ্যমান আইনের প্রয়োগ আরো জোরদার করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আহবান জানান।