হাকিম বাবুল, শেরপুর: ৪৪তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার শেরপুর জেলা পর্যায়ের ফাইনাল খেলা সোমবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ছেলেদের ফুটবলের ফাইনালে ঝিনাইগাতীর মরিয়মনগর আদিবাসী উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে নালিতাবাড়ীর নন্নী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিল। মেয়েদের ফুটবলে নালিতাবাড়ীর আব্দুল হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে সদরের আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ছেলেদের হ্যান্ডবলে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি চ্যাম্পিয়ন হয়। মেয়েদের হ্যান্ডবলে নকলার গৌরদ্বার উচ্চ বিদ্যালয় সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ছেলেদের কাবাডিতে সদরের ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসা চ্যাম্পিয়ন ও শ্রীবরদীর ঝগড়ার চর উচ্চ বিদ্যালয় রানারআপ হয়েছে। মেয়েদের কাবাডিতে সদরের আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শ্রীবরদীর রাণীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
এদিন সাঁতারের বিভিন্ন ইভেন্টও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক মানিক দত্তসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ছাত্রছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।