কাউখালীতে গাড়ি পোড়ানোর মামলায় যুবদল নেতার আত্মসমর্পণ, জামিন না-মঞ্জুর

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিকআপ ভ্যান পোড়ানোর মামলায় কাউখালীর যুবদল নেতা উজ্জ্বল তালুকদারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার গাড়ি পোড়ানো মামলার আসামি উজ্জ্বল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিচারক মো. গোলাম কিবরিয়া তার জামিন না-মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন।

Kawkhali jubadal leader surrenders before court
জামিন না-মঞ্জুর হলে জেলহাজতে পাঠানো হয় উজ্জ্বলকে।

৫ ফেব্রুয়ারি গভীর রাতে বিএনপি আহূত অবরোধের সময় আমরাজুড়ি ফেরিঘাট বাজারে পার্কিং করে রাখা পিকআপ ভ্যানটিতে আগুন লাগানোর ঘটনা ঘটে।