প্রতিনিধি, বাগেরহাট: মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন শিক্ষকসহ ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে ও দুপুরে সদর উপজেলার বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
চিকিৎসকরা ধারণা করছেন গণ-মানসিক ভীতির কারণে এসব শিক্ষার্থী অসুস্থ হয়েছে। অসুস্থতার ঘটনায় উভয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাত সদস্যের একটি চিকিৎসকদল ছাত্রছাত্রীদের চিকিৎসা দিচ্ছে।
ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান জানিয়েছেন। এ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলী হোসেন বলেন, মঙ্গলবার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ২২ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আজ বুধবার সকাল ১০টার দিকে সমাবেশ চলাকালে অনেক ছাত্রছাত্রী জ্ঞান হারিয়ে পড়ে যায়। অনেকের খিঁচুনি উঠেছে। এর অধিকাংশই ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্রছাত্রী। অসুস্থদেরকে নিকটস্থ মহসীন ফাউন্ডেশনে ভর্তি করা হয়। ওই ফাউন্ডেশনের মেডিকেল এ্যাসিসট্যান্ট ডা. অশোক কুমার বিশ্বাস জানান, দুই দিনে তার ক্লিনিকে ৪০ জন ছাত্রছাত্রী চিকিৎসা নিয়েছে। এছাড়া সহকারী শিক্ষক কামরুল ইসলাম, বেল্লাল হোসেন, মল্লিকা নাথ, কর্মচারী সেলিম হোসেনও একইভাবে অসুস্থ হয়ে পড়েন।
প্রধান শিক্ষক গ্রীন তালুকদার জানান, প্রতিদিনের ন্যায় সকাল পৌনে ১০টায় বিদ্যালয় মাঠে অ্যাসেম্বেলি শুরু হয়। অ্যাসেম্বেলি শেষে শিক্ষার্থীরা ক্লাসরুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যে অসুস্থ হতে শুরু করে। এদিনে বিদ্যালয়ে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রথমে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে আর কিছু মনে থাকে না। অনেকের খিঁচুনি ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’দিন বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন মোহাম্মদ ইউসুফ জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক মেডিকিল অফিসার (আরএমও) ডা. মুফতি কামাল হাসানের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল টিম অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছে। প্রাথমিকভাবে এটি ম্যাস হিস্টিরিয়া রোগ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় একইভাবে ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। দুপুরে এ ঘটনায় অন্যান্য শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ ছাত্রীদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ফকিরহাট উপজেলার ফলতিতা শশধর সমাজকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় দুপুরে বজ্রপাতের শব্দে চার ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।