টিভিতে দেখানো ফাঁসিদৃশ্যের অভিনয় করতে গিয়ে কিশোরের মৃত্যু

আজিজুল ইসলাম, মৌলভীবাজার: টিভিতে বাংলা সিনেমায় ফাঁসি দেয়ার দৃশ্য দেখছিল কিশোর বাপ্পন। এ দৃশ্য দেখে সেও খেলাচ্ছলে ফাঁসির অনুকরণ করার চেষ্টা করে। কিন্তু সেই দৃশ্যের বাস্তবায়ন করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারায় বাপ্পন দাস। আজ বুধবার ভোরে সিলেট ওসমানী হাসপাতালে মারা যায় সে।

বাপ্পন মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মুহিত লাল দাসের ছেলে।

পুলিশ জানায়, বাপ্পন দাস (১৩) ও তার ছোট ভাই মঙ্গলবার সন্ধ্যায় টিভি দেখছিল। এসময় টিভিতে ফাঁসির দৃশ্য চলছিল। বিষয়টি দেখে বাপ্পন দাস ওই দৃশ্যটির মতো গলায় গামছা প্যাঁচিয়ে অভিনয়ের চেষ্টা করে। গামছাটি গলায় ফেঁসে গেলে তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু হয়। এ অবস্থা দেখে বাপ্পনের দশ বছর বয়সী ছোটভাই তার মাকে ডেকে আনে। তিনি গলার গিট্টু খুলে তাকে প্রথমে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে তার মৃত্যু হয়। রাজনগর থানার এসআই আলাউদ্দীন ঘটনাস্থলে গেলে বাপ্পনের ছোটভাই এভাবেই ঘটনার বর্ণনা দেয়।

ফতেহপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, না বুঝে খেলা করার সময় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।