ভ্রমণে এসে অবৈধভাবে মোবাইল সেট বিক্রি, মংলায় দুই চীনা নাগরিক আটক

জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইল ফোন বিক্রির অভিযোগে দুই চীনা নাগরিককে আটক করেছে মংলা পুলিশ। মঙ্গলবার রাতে শহরের চৌধুরীরর মোড় থেকে তাদের আটকের পর বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Chinease nationales arrested in Mongla
আটক দুই চীনা নাগরিকের একজন।

মংলা থানার অফিসার ইনচার্জ মো. বেলায়েত হোসেন জানান, ট্যুরিস্ট ভিসা নিয়ে চীনা নাগরিক হুংজিং জুয়েংজিং (৩৬) ও তার সহযোগী জিং হুয়াংলু (৩৩) কয়েকদিন আগে এদেশে আসেন। এ সময় তারা চীনে তৈরি বিপুল পরিমাণ মোবাইল ফোন সেট নিয়ে আসেন। অবৈধভাবে ও কর ফাঁকি দিয়ে আনা এসব মোবাইল ফোন মঙ্গলবার রাতে মংলা শহরে বিক্রিকালে তাদেরকে ৩৮টি মোবাইল ফোনসহ আটক করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত তিন দিন ধরে তারা মংলায় অবস্থান নিয়ে মোবাইল ফোন বিক্রি করে আসছিলেন।