প্রতিনিধি, খুলনা: ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে খুলনা শাখায় সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জাতীয়তাবাদী সমর্থক অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর নির্বাচিতের খুলনা মহানগর বিএনপি অভিনন্দন জানিয়েছে। তারা ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
বিএনপির এক বিবৃতিতে নেতারা আইবি’র মতো মর্যাদাসম্পন্ন একটি প্রতিষ্ঠানে সরকার সমর্থিত প্যানেলকে বিজয় করতে ছাত্রলীগের সন্ত্রাসীদের ঢাকাসহ সারা বাংলাদেশে লেলিয়ে দিয়ে প্রকৌশলীদের ওপর হামলা, ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্র দখল, লিফলেট পুড়িয়ে দেয়ায় ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়- ২০১৪ এর ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন ও ছয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনের পর দেশের সকল প্রতিষ্ঠানে একই স্টাইলে সন্ত্রাসের মাধ্যমে দখল করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তাদের মুখে গণতন্ত্রের বুলি মিথ্যাচার ছাড়া অন্য কিছু নয়। শেখ হাসিনার অধীনে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় সেটি আবারো প্রমাণিত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
আইবি খুলনা শাখার বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রফেসর গোলাম কাদের, সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মনিরুজ্জামান পলাশ, সদস্য প্রফেসর রেজাউল করিম, ইঞ্জি. আব্দুস সালাম, শেখ ওয়াহিদুর রহমান, এস এম হাসেম, ড. শফিউল ইসলাম, ড. শাহজাহান আলী, সালাউদ্দীন ইউসুফ, ড. ফারুক হোসেন, ড. মনির হোসেনসহ ১১ জনকে অভিনন্দন জানানো হয়। বিবৃতিদাতারা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেসিসি মেয়র ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্তজা, কাজী সেকেন্দার আলী ডালিমসহ অন্যরা।