মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী): কলাপাড়ার মৎস্যবন্দর আলীপুরে গঠিত হয়েছে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি। মাদকের বিস্তার ও প্রতিরোধে কাজ করবে এ কমিটি। শুক্রবার বিকেলে এ কমিটির পরিচিত সভা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলীপুর বাজার চৌরাস্তায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে সভায় আলোচনা করেন আলী আকব্বর ফরাজী, মহিউদ্দিন মুসুল্লী, মাওলানা মাসউদুর রহমান, জুলহাস খান, নাসির উদ্দিন বিপ্লব, মো. মিজানুর রহমান খান, আবদুস সালাম রেজাসহ অন্যরা। সভা শেষে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষার জন্য মোনাজাত করা হয়।