দিনাজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত ও ২৫ জন আহত হয়েছে। শনিবার সকালে  চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া শাহপাড়ায় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা রুবেল এন্টারপ্রাইজের একটি বাসেরমুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাসের যাত্রী, চালক, হেলপারসহ ২৫ জন হতাহত হয়।

আহতদের রংপুর মেডিকেল কলেজ ও সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রুবেল এন্টারপ্রাইজের হেলপার শরিফ (২৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

আহতদের মধ্যে আলিমুন (২৮), মোহাম্মদ আলী (৪৯), শাহিন (২০), রিয়াদ (২১), রাসেল (২২), আমেনা বেগম (৩৮), বাবুল চৌধুরী (২৫) ও শামসুল আলমকে (৩৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ১৯ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এব্যাপারে চিরিরবন্দর থানায় মোটরযান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাস দুটি চিরিরবন্দর থানা হেফাজতে রয়েছে।