রতন সিং, দিনাজপুর: ফেইসবুকে ধর্মবিরোধী মন্তব্য করার অভিযোগ এনে এক ছাত্রকে পুলিশে তুলে দিয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। শনিবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. মাসুদ আলী ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজউদ্দীন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ফেইসবুকে ইসলামবিরোধী মন্তব্য করার অভিযোগ এনে মাসুদ আলীকে কিছু ছাত্র আটক করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসুদ আলীকে কোতোয়ালী থানায় সোপর্দ করে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ টি এম শফিকুল ইসলাম থানায় মাসুদের বিরুদ্ধে ফেইসবুকে ইসলামবিরোধী প্রচারণার লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধনী) আইন ২০১৩ এর ৫৭(১) ধারায় মামলা রজু করে (মামলা নং ৮, ৪/৯/১৫)।