এম. মিরাজ হোসাইন, বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার পশ্চিম রতনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে আল আমিন হাওলাদার (৩৫) নামের ওই যুবককে কুপিয়ে আহত করা হয়। বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন ওই গ্রামের ছালাম হাওলাদের ছেলে।
কাজীরহাট থানার অফিসার ইনজার্চ এমআর শওকত আনোয়ার জানান, আল আমিনদের সাথে দীর্ঘ বছর ধরে একই বাড়ির চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় আজ দুপুর ১টার দিকে চাচাতো ভাই মঞ্জুর নেতৃত্বে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে আল আমিনকে। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা উদ্ধার করে স্পিডবোটযোগে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. শাহিন রেজা হাসপাতালে পৌঁছার আগেই রোগীর মৃত্যু হয়েছে বলে জানান। ওসি আরো জানান, ঘটনার পর এলাকায় পুলিশের অভিযান চলছে।