রায়পুরে জমি নিয়ে ব্যবসায়ী পরিবারকে হয়রানি

মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুরের চর বিকন্সফিল্ড গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যবসায়ী পরিবারকে সাজানো মামলায় জড়ানোসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই গ্রামের মোখলেছুর রহমান মুকবুল নামের ওই ব্যক্তি ও তার সহযোগীরা জমির প্রকৃত মালিক পূর্ব উদমারা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুল আউয়ালের পরিবারকে হয়রানি করে আসছে বলে আউয়াল অভিযোগ করেছেন।

এলাকাবাসী, এ সংক্রান্ত কাগজপত্র ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, উপজেলার চরমোহনা ইউনিয়নের চর বিকন্সফিল্ড মৌজায় উদমারা গ্রামের মৌলভী ইউসুফ মিয়া বাড়ির বাসিন্দা ব্যবসায়ী আব্দুল আউয়াল। আউয়ালের প্রবাসী ভাই আব্দুল মজিদ কাঞ্চনপুর গ্রামের লুৎফুর রহমানের কাছ থেকে ৩.৩১ একর জমি কিনেন। সর্বশেষ আরএস রেকর্ডেও এ জমি মূল মালিক লুৎফর রহমানের নামে রেকর্ড হয়। পরে নিয়মমাফিক আব্দুল মজিদের নামে জমির খতিয়ান হয়। ২০০৯ সাল থেকে নিয়মিত খাজনা পরিশোধ করে জমি ভোগদখল করে আসছে মজিদের পরিবার।

কিন্তু হঠাৎ করে ওই জমির সাড়ে ৩৭ শতাংশ জমি নিজের দাবি করেন একই এলাকার আতর আলী কোম্পানি বাড়ির (হাওলাদার বাড়ি) মোখলেছুর রহমান ওরফে মুকবুল। এ নিয়ে বহুবার সালিশ ও মাপজোখ হলেও মুকবুল কোনোবারই নিজের দাবি প্রমাণ করতে পারেননি।

কিন্তু তারপরও বিভিন্নভাবে মামলা ও হুমকি দিয়ে মজিদের ভাই আউয়াল এবং পরিবারের সদস্যদের হয়রানি করে আসছেন মুকবুল। কয়েকবার তারা রাতের আঁধারে ওই জমিতে আউয়ালের চাষ করা ফসল কেটে নিয়ে যায়। একই এলাকার আবুল কালাম, শহিদ উল্যা পাটওয়ারী, আবু তাহের হাওলাদার, আজিজ রাঢ়ি, মনির লস্কর, তবিব উল্যা চৌকিদার, কাজির চরের আব্দুল লতিফ রাঢ়ি, পূর্বলাছের আব্দুল মোতালেব মিজি, দেবীপুরের আমিন মাঝিসহ অসংখ্য পরিবার মুকবুলের মিথ্যা মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।

ব্যবসায়ী আব্দুল আউয়াল বলেন, মুকবুল ও তার পরিবারের লোকজন মামলাবাজ। দাঙ্গা-হাঙ্গামা ও অন্যের জমি জবরদখল এবং এলাকাবাসীকে হয়রানি করাই তাদের নেশা। লোকজনকে হয়রানি করলেই তারা আনন্দিত হয়।

এ ব্যাপারে বক্তব্য জানার চেষ্টা করেও মোখলেছুর রহমান মুকবুলকে পাওয়া যায়নি। তার ছেলে আনোয়ার হোসেনের ব্যবহৃত মোবাইল (০১৭২৬৭৭২৩৪৬) ফোনে একাধিকবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।