অবৈধভাবে বালু তোলায় হুমকিতে শ্রীবরদীর লোকালয়, প্রতিবাদী জনতার মানববন্ধন

রেজাউল করিম বকুল, শেরপুর: ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার ফলে সড়ক, ব্রিজ, বাড়ি ও আবাদি জমি নদীভাঙনের কবলে পড়ায় শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া মেঘাদল এলাকায় পাগলা নদীর দু পাড়ের গ্রামবাসীরা বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন।

শনিবার দুপুরে মেঘাদল ব্রিজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সহাস্রাধিক লোক। তারা বালু উত্তোলন বন্ধের দাবি করেন।

human chain demands stop of sand lifting in sherpurমানববন্ধনে ইউপি সদস্য আঞ্জুম আরা বেগম বলেন, এলাকার একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে মেঘাদল, বাবেলাকোনা, চান্দাপাড়া ও কর্ণঝোড়া গ্রামের প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি এখন হুমকির সন্মুখীন। ইতোমধ্যে হারিয়াকোনা মেঘাদল সড়কের কিছু অংশ ও কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এভাবে বালু উত্তোলন করা হলে অচীরেই কয়েক শ’ পরিবার ঘর হারাবে। অন্যান্য বক্তাদেরও দাবি দ্রুত বালু উত্তোলন বন্ধের। নইলে তারা আরো কর্মসূচি হাতে নিবেন বলেও উল্লেখ করেন।