প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলায় দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. সিরাজুল ইসলাম উজ্জ্বলকে ২১ সদস্যের নতুন কমিটির আহবায়ক করা হয়েছে। এছাড়া লিয়াকত আলী তালুকদার, শরিফুল আজম সোহেল ও রফিকুল ইসলাম রফিক এ কমিটির যুগ্ম-আহবায়ক হয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ২৪ আগস্ট পিরোজপুর জেলা ছাত্রদলের আহবায়ক মো. শহিদুল ইসলাম সাইদ ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আসাদুজ্জামান খান মিঠু আংশিক কমিটিকে অনুমোদন করেছেন।
এ কমিটির সদস্যরা হলেন সোহেল মাহামুদ, জাহিদুর রহমান ফিরোজ,শহিদুল ইসলাম নান্টু, মেহেদী হাসান মিলটন, আওলাদ হোসেন মঈন, রাসেদুল ইসলাম সোহাগ, রাকিব তালুকদার, নাসির উদ্দিন খান বাবু, আশরাফুল ইসলাম সেতু, আল মাহমুদ সুমন, মোস্তাফিজুর রহমান পিন্টু, মো. মহিবুল্লাহ, মো. নোমান, সাইফুল ইসলাম তুষার, পল্লব সিকদার, মাহামুদুল হাসান তানভির, রাশেদুজ্জামান সুইট।
আহবায়ক কমিটিকে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করার সময় বেঁধে দিয়েছে জেলা ছাত্রদল।
উপজেলা কমিটি ছাড়াও কাউখালী মহাবিদ্যালয় শাখার ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল