হায়দার হোসেন, গোপালগঞ্জ: জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গোপালগঞ্জে স্কুলভিত্তিক জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ। এ সময় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি উপস্থিত ছিলেন।
সাইক্লিংয়ে জেলা শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ ও গেটওয়ে মডেল স্কুলের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সজীব শরীফ প্রথম, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের মো. হাসিবুল ইসলাম দ্বিতীয় ও গেটওয়ে মডেল স্কুলের মেহেদী হাসান রাসেল তৃতীয় হয়। পরে বিজয়ীদের গলায় পুরস্কৃত করেন অথিতিরা।