রাকিব হত্যা মামলার চার্জশিট গ্রহণ, বিচার শুরু

প্রতিনিধি, খুলনা: রাকিব হত্যা মামলায় পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করেছেন খুলনার মহানগর হাকিম মো. ফারুখ ইকবাল। তিন আসামির উপস্থিতিতে রোববার চার্জশিট গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরুর জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন বিচারক।

রোববার সকাল সাড়ে ১০টায় মামলার তিন আসামি মো. শরিফ, তার মা বিউটি বেগম ও মিন্টু খানকে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের উপস্থিতিতেই আদালত খুলনা থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা কাজী মোশতাক আহমেদের বক্তব্য শুনে ১৯০ পৃষ্ঠার অভিযোগপত্র গ্রহণ করেন।

গত ২৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট প্রদান করেন। আগামী ২২ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে আদালত জানিয়েছেন।

গত ৩ আগস্ট রাতে খুলনার টুটপাড়ায় মো. শরিফের মোটর গ্যারেজে নিয়ে শিশু রাকিবের শরীরে বাতাস ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর রাকিবের বাবা মো. নুরুল আলম তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।