প্রতিনিধি, খুলনা: খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিনাভোটে নির্বাচিত সরকার দলীয় ব্যবসায়ীদের অবৈধ মুনাফা অর্জনের সুবিধা করে দিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে। আজ সোমবার বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, জনগণের ভোগান্তির তোয়াক্কা না করে এবং জাতীয় অর্থনীতির ওপর বিরূপ প্রভাবের দিকে না তাকিয়ে গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে বর্তমান অবৈধ সরকার। তিনি আরো বলেন, যেখানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও উৎপাদন খরচ প্রায় তিন গুণ কমেছে, সেখানে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো সরকারি দলের দুর্নীতির রসদ জোগানো এবং দলীয় ব্যবসায়ীদের পকেট ভারী করার প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয়।
অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে সাবেক এমপি মঞ্জু আরো বলেন, ৬ সেপ্টেম্বর দেশব্যাপী ২০ দলের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে কর্মসূচি পালনের অনুমোতি দেয়নি পুলিশ। বাধ্য হয়ে সোমবার কর্মসুচি পালন করতে চাইলেও পুলিশি অনুমতি মেলেনি। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্য বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়ে কোনো দলের আজ্ঞাবহ না হয়ে দেশের স্বার্থে কাজ করুন।
সমাবেশ শেষে মিছিল করার চেষ্টা করলে পুলিশের বাধা মুখে মিছিল করা সম্ভব হয়নি।
সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম মনা, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, ফখরুল আলম, আমীর এজাজ খান, খান আলী মুনসুরসহ অন্যরা।