রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে সোমবার তিনটি দোকান ও দুটি গুদামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন র্যাব-৮ এর একটি দল। এ সময় ভ্রাম্যমাণ আদালত তিন দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। আজ সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
র্যাব জানায়, কাউখালী দক্ষিণ বাজারের কালাম স্টোর, সায়মুন স্টোর ও কামরুল স্টোর এবং তাদের দুটি গুদাম থেকে বিক্রয় নিষিদ্ধ পলিথিন আটক কারা হয়। আটককৃত পলিথিনের আনুমানিক মূল্য নয় লাখ টাকা হবে বলে জানা গেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।