কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোর জের ধরে মাহমুদা খাতুন (২২) নামের এক নারীর কানের লতি ছিড়ে দিয়েছে ভাসুর। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার গণিগ্রামে এ ঘটনা ঘটে। মাহমুদাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, মাহমুদা ওই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তার ভাসুর আবদুস সাত্তার ও ভাসুরের স্ত্রী সাবিনার সঙ্গে জমিজমা তাদের বিরোধ রয়েছে। আজ বিরোধপূর্ণ জমিতে সাত্তার ও তার স্ত্রী গাছ লাগাচ্ছিলেন। এ সময় মাহমুদা সেখানে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা মাহমুদাকে মারপিট শুরু করেন। এক পর্যায়ে আবদুস সাত্তার তার কানের দুল ধরে টান দেন। এতে তার কানের লতি ছিড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।