জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): মংলা পৌরসভার কবরস্তান এলাকায় সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মিত হচ্ছে। একটি প্রভাবশালী মহল সরকারি খাল ভরাট করে বাড়িঘর তোলায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্র্রস্ত হয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী এ ব্যাপারে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহু আবেদন-নিবেদন করলেও রহস্যজনক কারণে এর প্রতিকার মিলছে না।
ভুক্তভোগীরা জানান, প্রভাবশালী মনিরুজ্জামানের নেতৃত্বে কিছু লোক মংলা পৌরসভার কবরস্তান এলাকায় সরকারি ঠাকুররানী খালটি জবরদখল করে বাড়িঘর নির্মাণ করে আসছেন। এতে এলাকায় জলাবদ্ধার সৃষ্টি হয়ে এলাকাবাসী দুর্ভোগের মধ্যে পড়েছে। খালটি দখল করার কারণে অনেক পরিবারের বসতভিটার মাটি ভেঙে যাচ্ছে। প্রভাবশালী মহলটি খালের পাশাপাশি এলাকার মজিবর রহমানের জমিও নিজেদের দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলে নানা অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি।
এ ব্যাপারে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্সের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।