মধুপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল টিআইবি

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) জেএসসি এবং জেডিসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে। মেধাবী এ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহ, জ্ঞানার্জনে আরো মনোযোগী-দায়িত্বশীল হওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে এ আয়োজন করা হয় । সোমবার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

madhupur students honoured by TIB
শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান।

সনাক সভাপিত ডা. মীর ফরহাদুল আলম মনির সভাপতিত্বে সহ-সভাপতি এস এম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা সাধারণ সম্পাদক ও মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম ছামদানী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খানসহ অন্যরা।