আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে টেংরী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর ওপর ওপর তিন যুবকের হামলা ও নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে। এ সময় তারা বখাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও বরাবর স্মারকলিপি দেয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর ওপর টেংরী গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী নুরুল ইসলামের দুই ছেলে ছালাম ও সোলায়মান এবং একই গ্রামের ওসমান মুন্সীর ছেলে নওশের মুন্নাফ হামলা চালায় ও তাকে নির্যাতন করে। এ হামলায় ছাত্রীটি ছাড়াও তার বাবা, মা ও কাকা আহত হন। বাবা-মা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চাচার সাথে ছাত্রীটি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানান, সামাজিক প্রভাব নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছু দিন ধরেই কলহ চলছিল। সেই জেরে ঘটনার দিন ওই ছাত্রী ও তার পরিবার প্রতিপক্ষের নির্যাতনের শিকার হন।
মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, এ বিষয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।