প্রতিনিধি, শেরপুর: ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে জনসেবা দ্রুততর করার লক্ষ্যে শেরপুরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের থানা মোড় থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাবীবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টার সম্পর্কিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। এছাড়া এ উপলক্ষে মাল্টিমিডিয়া ক্লাশরুম কনটেন্ট প্রতিযোগিতা, ইন্টারনেটভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ডিজিটাল মেলায় সরকারি বিভিন্ন বিভাগ, ইউনিয়ন পরিষদসহ আটটি স্টল স্থাপন করা হয়েছে।