আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনের ডিজিটাল মেলায় ১০০ টাকা সংযোগ ফি, ৬০০ টাকা জামানতসহ মাত্র ৭২০ টাকা জমা দিয়েই একদিনের মধ্যেই পল্লী বিদ্যুতের সংযোগ পাচ্ছেন মুল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ। আর এ বিদ্যুৎ সংযোগ পেতে ডিজিটাল মেলার পল্লী বিদ্যুত সমিতির স্টলে মানুষের ঢল দেখা গেছে।
উপজেলা পরিষদ চত্বরে গত বুধবার থেকে শুরু হওয়া ডিজিটাল মেলায় ২০টি প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ‘স্পট মিটারিং’ কার্যক্রমের আওতায় চরাঞ্চল নিয়ে গঠিত উপজেলার চরআলগী ইউনিয়নের বিদ্যুত বঞ্চিতদের বিদ্যুৎ সংযোগ সহজলভ্য করার জন্য তাৎক্ষণিক সংযোগ প্রদান, স্বল্পসময়ে সংযোগ প্রদানের ব্যবস্থা করে।
ডিজিটাল মেলার পল্লী বিদ্যুৎ সমিতির স্টলে কম্পিউটারের সামনে সংযোগ আগ্রহীদের ভিড়। নির্বাচনী কেন্দ্রের মতো উৎসবমুখর পরিবেশে তারা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জমির দলিলের কপি আর ১০০ টাকা জমা দিয়ে অনলাইনে তাৎক্ষণিকভাবে আবেদনপত্র পূরণ করছেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ উপলক্ষে চরআলগী ইউনিয়নে গত এক সপ্তাহ যাবত মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে বিদ্যুৎবঞ্চিত সাধারণ মানুষদের বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আহ্বান জানায়। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে প্রথমদিনে ৩৩২ জন আগ্রহী গ্রাহক ফরম পূরণ করে অনলাইনে আবেদন করে।
এ উদ্যোগে অভিভূত চরমছলন্দ গ্রামের মোজাম্মেল (৪৫) জানায়, সকাল ১০টায় টাকা জমা দিয়েছি, বিকাল ৪টায় আমরি বাড়িতে মিটার লাগানো হচ্ছে এ যেন স্বপ্নের মত ব্যাপার।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মো. আসাদুজ্জামান বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকা ডিজিটাল বাংলাদেশের পথের কাঁটা। বঞ্চিতদের বিদ্যুৎ সংযোগ দিয়ে ডিজিটাল বাংলাদেশের আওতায় আনতে ডিজিটাল মেলায় আমাদের এই উদ্যোগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু বলেন, এবারের ডিজিটাল মেলার মাধ্যমে মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যুৎ বঞ্চিত মানুষদের হয়রানিমুক্ত পরিবেশে একদিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। এতে ধীরে ধীরে বদলে যাবে তাদের জীবনমান আর এটাই ডিজিটাল বাংলাদেশের মূলনীতি।