খুলনায় বিএনপি নেতার ভাইকে গুলি করে হত্যা

প্রতিনিধি, খুলনা: খুলনায় এক বিএনপি নেতার ভাইকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ফারুক হোসেন মোল্লা একটি মাছ কোম্পানিতে চাকরি করতেন।

বুধবার রাত ১০টার দিকে রূপসা উপজেলার রহিম নগরের শেখ বাড়ি সংলগ্ন এলাকায় তাকে গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফারুক হোসেন পূর্ব রূপসার মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ‘ফ্রেশ ফুডস লিমিটেড’ এর রিসিভ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিংহের চর এলাকার মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে ও  রূপসা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মনির হোসেনের বড় ভাই।

নিহতের স্বজনরা জানান, রাতে বাড়িতে ফিরছিলেন ফারুক হোসেন। পথে কাস্টম ঘাট সংলগ্ন রহিম নগর শেখ বাড়ি এলাকায় একদল সন্ত্রাসী তাকে কাছ থেকে মাথায় গুলি করে। এতে তিনি লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে এ বিষয় স্বজনরা কিছু জানাতে পারেননি।

ঘটনা শোনার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান সাবেক এমপি ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাফিকুল আলম মনাম, রূপসা উপজেলা বিএনপির সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, বাড়ি যাওয়ার পথে ফারুক হোসেনকে আততায়ীরা গুলি করে পালিয়ে যায়। কিন্তু কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে  তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে তিনি জানান।

এদিকে খুলনা মহানগর ও জেলা বিএনপি এক বিবৃতিতে হত্যাকাণ্ডর তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন। একই সাথে নিহত ফারুক মোল্লার পরিবারের পর্যাপ্ত নিরাপত্তার দাবিও জানান তারা। বিএনপি নেতৃবৃন্দ ফারুক মোল্লার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, অধ্যাপক মাজিদুল ইসলাম, নজরুল ইসলাম মঞ্জু, শরীফ শাহ কামাল তাজ, সিটি মেয়র মনিরুজ্জামান মনি, এ্যাড. শফিকুল আলম মনা প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন রূপসা থানা বিএনপির সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম।