খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৩ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন, পরীক্ষা ১১-১২ ডিসেম্বর

প্রতিনিধি, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ১৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবরের মধ্যে প্রিপেইড টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে আবেদন করা যাবে। ১১ এবং ১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্কুলের (অনুষদ) এবং একটি ইনস্টিটিউটের অধীন ২৬টি ডিসিপ্লিনে (বিভাগ) মুক্তিযোদ্ধা সন্তান ও উপজাতি কোটা ছাড়াও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে  উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রত্যেক স্কুল ও ইনস্টিটিউটের জন্য একটি করে মোট ছয়টি সংরক্ষিত অতিরিক্ত আসনসহ সর্বমোট ১ হাজার ১১৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার আসন সংখ্যা বেড়েছে ৯১টি।

নতুন দুটি বিভাগও খোলা হচ্ছে এবার। এগুলো হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা। প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউটে পৃথকভাবে মোট আবেদনকারীর সর্বোচ্চ ৬ হাজার জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন।