আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বাবার বাড়িতে বেড়াতে যেতে না পেরে অভিমান করে হাসি বেগম (২২) গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ধনবাড়ী পৌর শহরের চালাষ পূর্বপাড়া বিলকিস বেগমের ভাড়া বাসায় হাসি বেগম আত্মহত্যা করেন।
এলাকাবাসী জানায়, হাসি তার স্বামী গফুর বাদশার সঙ্গে বৃহস্পতিবার সকালে একসাথে খাবার খেয়েছে। স্বামী বাড়ির বাইরে চলে যাওয়ার পর বেলা ১২টার দিকে আত্মহত্যা করেন তিনি। গত দু’দিন ধরে হাসি বেগম জামালপুর মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী কোণামালঞ্চ গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য স্বামীর কাছে বায়না ধরে। স্বামী গফুর বাদশা কয়েক দিন পরে নিয়ে যাবে বলে জানায়। আর এতেই হাসি বেগম অভিমানে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা।
ধনবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে। এ ব্যাপরে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।