হাকিম বাবুল, শেরপুর: আলোকিত হলো শেরপুরের ধলা ইউনিয়নের পাঞ্জরভাংগা ও কোহাকান্দা গ্রাম। আজ শুক্রবার বিকেলে ওই দুই প্রত্যন্ত গ্রামের ৭৫ পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি সুইচ টিপে আলো জ্বালিয়ে ওই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কমকর্তারা জানিয়েছেন, এ দুই গ্রামে বিদ্যুতায়নে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যয় হয়েছে ২০ লাখ টাকা।
এ উপলক্ষে গারোভিটা বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রইস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মাসরুল হক খাঁন, মুক্তিযোদ্ধা শামসুল হক, তসলিম মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন ।