প্রতিনিধি, খুলনা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবসের আলোচনা সভায় খুলনা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, দেশে গণতন্ত্রের সংকটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিরোচিত ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। গৃহবধূ থেকে স্বৈরশাসকের কবল থেকে গণতন্ত্র রক্ষা, আওয়ামী সরকারের হাত থেকে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, মইনউদ্দিন-ফখরুদ্দিনের বিরাজনীতিকরণ এবং বিএনপিকে নেতৃত্বশূন্য করার দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় আপোসহীন নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া দেশ ও জাতির দুর্যোগে ত্রাণকর্তার ভূমিকা পালন করেছেন বেগম জিয়া।
তারা আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির বিশ্বস্ত সংগঠন বিএনপিকে সমৃদ্ধ করে দীর্ঘ ৩০ বছর দেশ পরিচালনা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। সে কারণে দেশের জনগণ বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী ও আপোসহীন খেতাবে ভূষিত করে।
শুক্রবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির আলোচনা সভায় মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই। নেতৃবৃন্দ বেগম খালেদা জিযার দীর্ঘায়ু কামনা করেন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা সম্পাদক এ্যাড. এস এম শফিকুল আলম মনা, এ্যাড. গাজী আব্দুল বারী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, এ্যাড, বজলুর রহমান, এ্যাড. এস আর ফারুক, কাজী মো. রাশেদ, ফখরুল আলমসহ অন্যরা।