প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): নিম্নমানের সার-কীটনাশক সরবরাহ, ওজনে কম দেয়া এবং চাষিদের সঙ্গে মিলের ব্যবস্থাপনা পরিচালকের যোগাযোগ না রাখার অভিযোগ করেছেন পাবনা সুগার মিলের আওতাধীন আখচাষিরা। আজ ঈশ্বরদীতে মিল এলাকায় অনুষ্ঠিত আখচাষি সমাবেশে এসব অভিযোগ তোলেন কৃষকরা। এসময় তারা কর্তৃপক্ষের কাছে কৃষকদের স্বার্থে বিভিন্ন দাবি জানান। কর্তৃপক্ষ তাদের এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন। পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিআর (বিএসএফআইসি) কৃষিবিদ আজিজুর রহমান, বিএসএফআইসির সচিব আবদার হোসেন, কামরুজ্জামান মিয়া ও বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী। স্বাগত বক্তব্য রাখেন কৃষি জিএম এ এম আল ইমরান, আরো বক্তব্য রাখেন জিএম প্রশাসন দিলীপ কুমার, জিএম অর্থ মো. জামাল হোসেন, জিএম কারখানা আকমল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক আহাম্মদ ঈদ, কৃষক আব্দুস সাত্তার, আনসার আলী ডিলু, নজরুল ইসলাম ও রঞ্জু আহমেদ।
কৃষকেরা বলেন, মিল থেকে আমাদের নিম্নমানের সার, কীটনাশক প্রদান করা হয়। ৫০ কেজি সারের বস্তায় সঠিক ওজন থাকে না কোনো কোনো বস্তায় ৪০-৪৫ কেজি সার পাওয়া যায়। এছাড়া অনেক সময় জমাট বাঁধা সার বস্তায় থাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়া করতে হয়। এতে ফসল ভালো হয় না। মিলের এমডি কখনো কৃষকের সাথে যোগাযোগ রাখেন না। মিলে চাকুরিতে আখচাষিদের কোটা রাখা এবং কৃষকদের ছেলে-মেয়েদের মিলে চাকরি প্রদান করার দাবি জানান কৃষকরা।