মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। নাঈম আহমেদ মেরিনকে সভাপতি ও সিকদার মো. সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি জেলা ছাত্রদলের সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন শুক্রবার অনুমোদন দিয়েছেন।
কলাপাড়া উপজেলা বিএনপির মুখপাত্র ও দলের সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মো. শাহজাহান পারভেজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত কমিটিতে ফয়সাল আহমেদ রাহাতকে সহ-সভাপতি এবং মো. জমির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর প্রমুখ।