রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর বাজার একাদশ। এতে রানার্স আপ হয় বাশুরী একাদশ।
কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুক্রবার পুরাতন হাসপাতালের বালুর মাঠে আট দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মো. নেয়ামত। খেলাটি পরিচালনা করেন মুক্তি ও লতিফুর রহমান। আমরা কাউখালীবাসী নামের একটি সংগঠন ঐতিহ্যবাহী এ খেলার প্রতিযোগিতামূলক আসরটির আয়োজক।
অংশ নেয়া দলগুলো হলো কাউখালী উত্তর বাজার একাদশ, কুমিয়ান একাদশ, দাশের কাঠী একাদশ, রঘুনাথপুর একাদশ, বাশুরী একাদশ, কেউন্দিয়া একাদশ, চিরাপাড়া একাদশ, কচুয়াকাঠী একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন কাউখালীর চেয়ারম্যান এস এম আহসান কবীর, কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহামুদ খান খোকন, সমাজ সেবক আলহাজ্ব আ. করিম খান, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, সমাজ সেবক আ. লতিফ খসরু, পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক শাহ আলমসহ অন্যরা।
শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও রানার্স আপ দলকে একটি ১৪ ইঞ্চি কালার টেলিভিশন পুরস্কার হিসেবে হাতে তুলে দেন।