দিনাজপুরে মানবাধিকার কমিশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

রতন সিং, দিনাজপুর: বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তিন জেলার দুই শতাধিক মানবাধিকারকর্মী অংশ নেন।

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি ও কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার উদ্বোধক ছিলেন। জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রুহুল আমিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার সভাপতি নুরুনবী দুলু, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি শাহীন ফেরদৌস, অধ্যাপক ছফর আলী এবং দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান রাজু।